Site icon Jamuna Television

সংবাদিক ও গীতিকার কে জি মুস্তাফা আর নেই

প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা আর নেই। রোববার (৮ মে) রাত ৮টার পর আজিমপুরে নিজ বাসায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মুস্তাফা। তিনি জাতীয় প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য।

তিনি ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

/এডব্লিউ

Exit mobile version