Site icon Jamuna Television

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনী সদস্যের মৃত্যু

ছবি: প্রতীকী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন নৌবাহিনীর সদস্য হোসাইন মোস্তফা পরাগ। রোববার (৮ মে) দিবাগত রাতে আসাদ গেট এলাকার আড়ংয়ের সামনে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহী মোস্তফাকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

রাত ১২ টার পর মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন নৌবাহিনীর অর্কেস্টা দলের সদস্য হোসাইন মোস্তফা পরাগ। ট্রাক চালক মোস্তফার প্রাণ হরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মাদপুর থানায় মামলা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক চালক ও ট্রাক আটকের চেষ্টা চলছে। পুলিশ বলছে, রাতের বেলা মিরপুর সড়কে বেপরোয়া ট্রাকের কারণে অনিরাপদ হয়ে ওঠে।

এরপর তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ও হাসপাতালে নৌবাহিনীর সদস্যরা ছুটে আসেন।
মোস্তাফার গ্রামের বাড়ি রাঙ্গামাটিতে। তার দুইটি শিশু সন্তান রয়েছে।

/এমএন

Exit mobile version