Site icon Jamuna Television

ফিলিপাইনে চলছে প্রেসিডেন্ট নির্বাচন

প্রেসিডেন্ট পদে নির্বাচন চলছে ফিলিপাইনে। প্রেসিডেন্ট পদে প্রার্থী ১০ জন। তবে মূল লড়াই হবে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এবং ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেদোর মধ্যে। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (৯ মে) ভোর থেকে শুরু হওয়া এ ভোটাভুটি শেষ হবে ১৩ ঘণ্টা পর। সবশেষ জনমত জরিপ অনুসারে, ফিলিপাইনের ক্ষমতায় আবারও ফার্দিনান্দ পরিবারে ফেরত আসার সম্ভাবনা বেশি। ১৯৮৬ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ। স্বৈরশাসকের তকমা ঘুঁচাতে তার ছেলের তিন দশক সময় লেগেছে।

ফিলিপাইনে ভোটার সংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করবেন ৩০ জুন। থাকবে, রদ্রিগো দুতের্তের মাদক অভিযানের অজুহাতে বিচার বহির্ভূত হত্যার দায় সামলানোর চ্যালেঞ্জ। এছাড়া, করোনা মহামারি ও অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে হবে নতুন রাষ্ট্রপ্রধানকে।

/এমএন

Exit mobile version