Site icon Jamuna Television

যশোরে হাট থেকে ৯ জেব্রা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার বাগআচড়া পশুর হাটের তুতু মিয়ার খাটাল থেকে মঙ্গলবার রাতে ৯ টি জেবরা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানায়ায় একটি চোরকাররীর চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে ১০টি জেবরা ভারতে পাচারের জন্য শার্শা বাগআচড়া পশুর হাটের পাশে তুতু মিয়ার খাঠালে রেখেছে। এধরনের সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে জেবরাগুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি জেবরা মারা গেছে। উদ্ধারকৃত জেবরাগুলিকে ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় আনা হয়েছে বলে তিনি জানান। জেবরাগুলি যশোর ডিবি অফিসে নেয়ার পর সেগুলি বন বিভাগ অথবা চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

Exit mobile version