Site icon Jamuna Television

কঙ্গোতে আবারও ইবোলার প্রকোপ, ১৭ জনের মৃত্যু

কঙ্গোতে আবারও শুরু হয়েছে সংক্রামক ব্যাধি- ইবোলা জ্বরের প্রকোপ। ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল কয়েকদিনে ১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিকোরো শহরের ইকোকো ইমপেঞ্জ এলাকায় ইবোলার লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ২১ জন। যাদের মধ্যে দু’জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করেছেন চিকিৎসকরা। মহামারী আকারে রোগটির ছড়িয়ে পড়া ঠেকাতে এরই মধ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাড়ে ১১ হাজার মানুষ। এখন পর্যন্ত ইবোলা জ্বরের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা বা প্রতিষেধক ও ওষুধ আবিষ্কৃত হয়নি।

Exit mobile version