Site icon Jamuna Television

অস্ত্র হাতে ফেসবুকে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী ব্যুরো:

অস্ত্র হাতে ছবি ফেসবুকে ভাইরাল হওয়া পাবনা জেলা ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকি রাতুলকে আটক করেছে র‌্যাব।

রোববার (৮ মে) রাজশাহী নগরীর একটি বাসা থেকে র‌্যাব তাকে আটকের পর দিবাগত রাতে সাগর পাড়ায় অভিযান চালিয়ে ভাইরাল সেই অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব জানায়, নিজেকে বড় ধরনের সন্ত্রাসী প্রমাণ করতেই রাতুল ফেসবুকে অস্ত্রসহ ছবি পোস্ট করেছিল। পরে এ নিয়ে সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করলে সংস্থাটি ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে রাতুলকে আটক এবং তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব আরও জানায়, রাতুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা রয়েছে।

ইউএইচ/

Exit mobile version