Site icon Jamuna Television

১০ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল চালু

প্রতীকী ছবি।

কুমিল্লা ব্যুরো:

টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে চালু হয়েছে ট্রেন চলাচল। এর আগে, সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে কুমিল্লার রাজাপুর রেল স্টেশনের আউটার সিগনালে প্রবেশের আগে মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সোমবার পৌনে দুইটার দিকে ট্রেন চলাচল চালু হয়। এদিন সকালে লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানিয়েছিলেন, ভোর ৪টায় তারা দুর্ঘটনার খবর পান। এরপর উদ্ধার কাজ শুরু হয়।

এ দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে।

/এমএন

Exit mobile version