Site icon Jamuna Television

জেট ফুয়েলের দাম বাড়ায় অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত করলো নাইজেরিয়া

ছবি: সংগৃহীত

বিমানের জ্বালানি জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত করেছে নাইজেরিয়ার বিমান সংস্থাগুলো। খবর রয়টার্সের।

শনিবার (৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এয়ারলাইন অপারেটরস অব নাইজেরিয়ান অ্যাসোসিয়েশনের বরাতে রয়টার্স জানায়, জেট ফুয়েলের মূল্য বৃদ্ধির কারণে সোমবার (৯ মে) থেকে নাইজেরিয়ার অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকবে বিমান চলাচল।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে নাইজেরিয়ায় জেট ফুয়েলের দাম বেড়েছে ৪ গুণ। সংঘাত শুরুর আগে জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১৯০ নাইরা থাকলেও এখন তা বেড়ে ৭০০ নাইরা হয়েছে। এ অবস্থায় সোমবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এয়ারলাইন অপারেটরস অব নাইজেরিয়া বলছে, এতো অল্প সময়ের মধ্যে বড় ধরনের অর্থনৈতিক ধাক্কা সামলানোর ক্ষমতা এই মুহূর্তে দেশটির নেই। এক ঘণ্টার বিমানযাত্রার একেকজন নাইজেরিয়ান যাত্রীকে প্রায় ২৩০ ডলার গুনতে হচ্ছে। এই অবিশ্বাস্য ব্যয় বহন করা নাইজেরিয়ানদের জন্য খুবই কষ্টসাধ্য।

/এসএইচ

Exit mobile version