Site icon Jamuna Television

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ গ্রেফতার ১০

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে দালালসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৯ মে) সকালে মহশেপুর উপজেলার যাদবপুর বিওপির অধীনস্থ বড়বাড়ী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরিশালের আবজাল আকন (৪১), পাবনার মো. আল মামুন (৩৯), যশোরের জোসনা খাতুন (২৮), খাদিজা বেগম (২৮), বাগেরহাটের প্রবির সমাদ্দার (৪২), গীতা রানী সমাদ্দার (৩৫), সাতক্ষীরার রোজীনা বেগম (৩০), রুমায়া (৬) ও আয়সা (৫)। এ সময় পারাপারে সহায়তাকারী দালাল ঝিনাইদহের হারুনুর রশিদকেও (৩০) আটক করতে সক্ষম হয় বিজিবি।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত আসামিদের বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সহায়তার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version