Site icon Jamuna Television

টাঙ্গাইলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। সোমবার (৯ মে) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া (২৫) ওই গ্রামের কলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সুমন মিয়া ও অভিযুক্ত আতোয়ার সম্পর্কে সৎ ভাই। জমি নিয়ে তাদের বিরোধ চলছে। তারই ধারাবাহিকতায় সকালে আতোয়ার তার ছোট সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশটি হাসপাতালের মর্গে রয়েছে।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করে জানান, জমি জমার বিরোধের জের ধরে ছোট ভাই সুমনকে ফলা দিয়ে আঘাত করে বড় ভাই আতোয়ার মিয়া (৫৫)। লাশের প্রাথমিক সুরতহাল করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন।

ইউএইচ/

Exit mobile version