Site icon Jamuna Television

পশ্চিমাঞ্চল রেলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ

রাজশাহী ব্যুরো:

টিকেট নিয়ে পশ্চিমাঞ্চল রেলের নানা অব্যবস্থাপনার চিত্র উঠে আসছে একের পর এক। এবার রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকেটবিহীন যাত্রীদের কাছ থেকে আদায় করা জরিমানা ও ভাড়ার টাকা রাজস্ব খাতে জমা না করে তা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে টিসির বিরুদ্ধে।

রেলের নিয়মানুযায়ী বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর দায়িত্বপ্রাপ্ত টিকেট কালেক্টররা (টিসি) গেট দিয়ে বের হওয়ার সময় যাত্রীদের কাছ থেকে টিকেট সংগ্রহ করেন। এসময় যাদের নিকট টিকেট থাকে না তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়ার টাকা আদায়ের বিধান রয়েছে।

যাত্রীদের অভিযোগ, যাদের কাছে টিকেট থাকে না তাদের কাছ থেকে রশিদ ছাড়াই ইচ্ছেমত টাকা আদায় করেন টিকেট কালেক্টর ও রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা বলছেন, এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে টিকেট ছাড়া রেলে চলাচলের প্রবণতা বাড়ছে।

তবে যাত্রীদের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি স্টেশন কর্তৃপক্ষ।

/এডব্লিউ

Exit mobile version