Site icon Jamuna Television

চট্টগ্রামে টাইগারদের অনুশীলন, ঢাকায় শ্রীলঙ্কা

চট্টগ্রামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল দশটায় শুরু হয় টাইগারদের এই প্রস্তুতি। আর মিরপুরে অনুশীলন করেছে শ্রীলঙ্কা। এর আগে দুই ধাপে বাংলাদেশে এসে পৌছায় লঙ্কান দল।

সকালে ওয়ার্মআপ শেষে নেটে ঘাম ঝরান ক্রিকেটাররা। তবে প্রথম দিনের অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। যোগ দিয়েছেন টাইগারদের নতুন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হোয়াটওয়াশ হয় মুমিনুল হকের দল। এবার ঘরের মাঠে সেই ব্যর্থতা কাটিয়ে উঠার মিশন স্বাগতিকদের।

শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নাওয়াজ বলেন, আমরা নতুন দল। এটা কঠিন সিরিজ হবে। তবে পরীক্ষা হবে ব্যাটিংয়ের। দু’দলই সমানে সমান। তাই ব্যাটসম্যানরাই ফল নির্ধারণ করবে। তবে এটা সত্য, বোলিংয়ে কিছুটা পিছিয়ে আমরা।

ইউএইচ/

Exit mobile version