Site icon Jamuna Television

সিরিয়ায় আবারও ইসরায়েলের মিসাইল হামলা

সিরিয়ায় আবারও মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতে দামেস্কের কিসওয়েহ এলাকার একটি সামরিক ঘাঁটিতে চালানো হয় হামলা; নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। এ হামলায় কোন সেনাসদস্য নিহত না হলেও প্রাণ গেছে ২ বেসামরিক নাগরিকের।

অবশ্য পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ঐ হামলায় প্রাণ গেছে অন্তত ৯ সেনার যাদের মধ্যে রয়েছে ইরান রিভল্যুশনারি গার্ডের সদস্যও। মিসাইল হামলার পাশাপাশি দেশটির আকাশসীমায় বিমান নিয়ে মহড়াও দিয়েছে ইসরায়েল। অবশ্য সিরীয় সেনাদের দাবি ইসরায়েলের ছোঁড়া মিসাইলের অন্তত দু’টি ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। ধারণা করা হচ্ছে গোলান উপত্যকা থেকে এ মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়নি তেল আবিব।

Exit mobile version