Site icon Jamuna Television

টেলিফোনের পোলকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার, বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিকী ছবি। ছবি: সংগৃহীত।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাবিল আল ওয়াসি (১০)। সে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছানা উল্যাহ সোহেলের ছেলে এবং লক্ষীনারায়ণপুর পৌর মডেল উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাতু কাউন্সিলরের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আগের একটি টেলিফোনের খুঁটিকে বিদ্যুতের খুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। রোববার (৮ মে) দিবাগত রাতে বৃষ্টি হওয়ায় ওই খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। নাবিল দুপুরের দিকে ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে অসাবধানতাবশত ওই খুঁটির ওপর হাত পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃতু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

এসজেড/

Exit mobile version