Site icon Jamuna Television

সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে কাপড় কাঁচার সময় অসাবধানবশত বালতি ভর্তি পানিতে ডুবে রিফা মনি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (০৯ মে) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রিফা মনি ওই গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, নিহত শিশু রিফা মনির মা আমেনা বেগম ওই শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির নলকূপের পাড়ে কাপড় কাঁচার কাজে ব্যস্ত ছিলেন। কাপড় কাঁচা শেষে তিনি কাপড়গুলো রোদে শুকাতে বাইরে যান। পরে এসে শিশু রিফা মনিকে বালতির পানিতে ডুবন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে শিশু রিফা মনিকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, কাপড় কাঁচার সময় অসাবধানবশত বালতির পানিতে ডুবে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

এটিএম/

Exit mobile version