Site icon Jamuna Television

আবারও শূন্য রানে আউট কোহলি; ভন বলছেন বিশ্রামে যেতে, দিলীপ চান খেলুক

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ৫৪তম তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আবারও শূন্য রানে আউট হয়েছেন ভিরাট কোহলি। এ নিয়ে এই মৌসুমে তৃতীয়বারের মতো গোল্ডেন ডাক মারলেন তিনি।

এক সময়ে ২২ গজে ব্যাট হাতে রাজত্ব করা কোহলির নামের পাশে এখন ফর্মহীনতা। কোহলির এমন অসহায় মুহূর্তে পরামর্শ দিয়ে যাচ্ছেন সাবেকরা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আবারও কোহলিকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

ভন বলেন, একজন খেলোয়াড়ের জন্য মাঝেমধ্যে খেলা থেকে বিরতি নিয়ে কিছুদিন বিশ্রামে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খেলোয়াড়দের যে পরিমাণ ক্রিকেট খেলতে হয়, তাতে বিশ্রাম নেয়ার বিকল্প কিছু হতে পারে না।

সবাই যখন কোহলিকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিচ্ছে তখন ঠিক উল্টো কথাই বলছেন ভারতের সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার।

দিলীপ বলছেন, ক্রিজে থাকলেই কেবল ফর্ম ফিরে পাওয়া সম্ভব। ভিরাট যদি আইপিএলের শেষ কয়েকটা ম্যাচে কিছু রান পায়, তারপর সে বিশ্রাম নিতে পারে। আমার যেটা মনে হয়, ও যদি এই অবস্থায় বিশ্রামে যায় তাহলে ওর মনে সংশয় আরও গাঢ় হবে। সেটা ঠিক হবে না।

আরও পড়ুন: যে কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে না শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি ভেবে-চিন্তে খেলার সুযোগ থাকে না। এর মধ্যে কেউ যদি ভালো ছন্দে না থাকে তার জন্য সবকিছু হয়ে ওঠে আরও কঠিন। যার প্রমাণ এখন ভিরাট কোহলি।

জেডআই/

Exit mobile version