Site icon Jamuna Television

জোর করে বিয়ে টিকিয়ে রাখবেন না: মালাইকা

বিশ্ব মাতৃত্ব দিবসে নিজের অভিজ্ঞতার কথা সকলের সাথে ভাগ করে নিলেন বলিউডের মুন্নি খ্যাত ও সালমান খানের সাবেক ভাবী মালাইকা আড়োড়া। ২৮ বছর বয়েসে মা হয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে সালমান খানের বড় ভাই আরবাজ খানের সাথে বিয়ে হয় তার।

মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মালাইকা বলেন, বিয়ের কথা শুনে অনেকেই আমাকে বলছিল বিয়ের পর আমার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমি তা ভাবিনি। নিজেকে কথা দিয়েছিলাম আমি মাতৃত্বকে পূর্ণরূপে উপভোগ করবো এবং তার সাথে নিজের কাজের জায়গাটিও ঠিক রাখব। আমার ছেলে আরহানের জন্মের পর আমি ঠিক করেছিলাম ওকে পৃথিবীর সকল ভালোবাসা দেব।

অভিনেত্রী জানান, মা হওয়ার দু’মাসের মধ্যেই তিনি একটি শোতে গিয়েছেন এবং রাতে ফিরে আরহানকে গান শুনিয়ে ঘুম পাড়িয়েছেন। ঠিক যেমন তার মা তাকে গান শুনিয়ে ঘুম পাড়াতেন। তিনি সকল মেয়েদের উদ্দেশ্যে বলেন, বিয়ের পর যদি সুখী বোধ না করেন তবে জোর করে বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করবেন না। বিয়ে ভাঙ্গুন ও নিজের স্বপ্ন পূরণ করুন। মা হওয়ার মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে। মা হওয়া আপনার জীবনের একটি নতুন সূচনা।

এটিএম/

Exit mobile version