Site icon Jamuna Television

সাংবা‌দিকের ওপর হামলার প্র‌তিবা‌দে পটুয়াখালী‌তে মানববন্ধন

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

বরগুনায় ৭১টি‌ভির প্র‌তি‌নি‌ধি মোঃ ইমরান হো‌সেন টিপুর ওপর সন্ত্রাসী হামলার প্র‌তিবা‌দে পটুয়াখালী‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। আজ বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লা‌বের সাম‌নে পটুয়াখালী প্রেসক্লাব ও ৭১ টি‌ভি দর্শক ফোরা‌মের উ‌দ্যো‌গে অনু‌ষ্টিত মানববন্ধ‌নে সকলস্ত‌রের সাধারন মানুষ অংশগ্রহণ ক‌রেন।

মানববন্ধ‌নে জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক এড‌ভো‌কেট শৈ‌লেন চন্দ, শহীদ স্মৃ‌তি পাঠাগা‌রের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ, প্রেসক্লা‌বের সভাপ‌তি স্বপন ব্যানা‌র্জি, সা‌বেক সভাপ‌তি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জাকা‌রিয়া হৃদয়, যুগ্ন সাধারণ সম্পাদক জালাল আহ‌মেদ ও ৭১ টি‌ভি প্র‌তি‌নি‌ধি আহসানুল ক‌বির রিপন বক্তব্য রা‌খেন। ব

ক্তারা অন‌তি‌বিল‌ম্বে ইমরা‌নসহ সকল সাংবা‌দি‌কের উপর হামলার তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জা‌নি‌য়ে দোষী‌দের দ্রুত গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার দাবী জানান।

Exit mobile version