Site icon Jamuna Television

ইউক্রেনে হামলার কারণ হিসেবে যে ব্যাখ্যা দিলেন পুতিন

ছবি: সংগৃহীত

রাশিয়ার সার্বভৌমত্বের প্রতি আগ্রাসন চালানোর কারণেই ইউক্রেনের প্রতি কঠোর হয়েছে মস্কো। এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।

সোমবার (৯ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীকে পরাজিত করার ৭৭তম বর্ষপূর্তিতে আয়োজিত প্যারেডে দেয়া ভাষণে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তি রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রুশ সীমান্তবর্তী দেশগুলোয় সামরিক সক্ষমতা বাড়ানো হয়েছে। যা মস্কোর জন্য স্পষ্ট হুমকি। আমাদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে আমরা চুপ করে বসে থাকবো না। সামরিক বাহিনীর সদস্যদের বলতে চাই, নাৎসিবাহিনীর বিরুদ্ধে আমরা ২য় বিশ্বযুদ্ধে যেভাবে লড়েছিলাম এখনও সেভাবেই লড়তে চাই।

আরও পড়ুন: ইউক্রেনকে ঘিরে হঠাৎই কূটনৈতিক তৎপরতা বেড়েছে পশ্চিমা নেতাদের

এর আগে বিশেষ এই প্যারেডে অংশ নেয় রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা। সেনা, বিমান ও নৌ বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, আধা সামরিক বাহিনীর সদস্যরাও অংশ নেয়। প্যারেডে প্রদর্শিত হয় বিভিন্ন ধরনের সমরাস্ত্র।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের এক আদেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সামরিক বাহিনীর সদস্যরা। কয়েক মাস পেরোলেও এখনও বন্ধ হয়নি যুদ্ধ। যদিও কয়েকবার হয়েছে শান্তি আলোচনা।

জেডআই/

Exit mobile version