Site icon Jamuna Television

জাপা চেয়ারম্যানের উপদেষ্টা হলেন মাসরুর মওলা

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাসরুর মওলা। রোববার (৮ মে) বিকেলে গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাকে উপদেষ্টা পদে নিয়োগ দেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, উক্ত পদে থেকে মাসরুর মওলা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করবেন ও তার উপজেলা-জেলাসহ সকল সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

বিশেষ দূত হিসেবে মাসরুর মওলার আগের দায়িত্বও বহাল থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এটিএম/

Exit mobile version