Site icon Jamuna Television

‘ফায়দা হাসিলে রোহিঙ্গাদের পাশে প্রধানমন্ত্রী’

মানবতার খাতিরে নয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই রোহিঙ্গা শরণার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সকালে প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপি’র এ নেতা দাবি করেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবস্থান এখনও পরিস্কার নয়। সে কারণেই প্রথম তাদের আশ্রয় দেয়া হয়নি; পরে আবার ঢুকতে দেয়া হয়েছে।

আমীর খসরু বলেন, রোহিঙ্গাদের দুর্দশার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর সরকার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version