Site icon Jamuna Television

জয়পুরহাটে কমছেই না সয়াবিনের দাম, সঙ্কটের অজুহাতে চলছে অস্থিরতা

ফাইল ছবি

জয়পুরহাটে কমছেই না সয়াবিনের দাম, সঙ্কটের অজুহাতে তেল নিয়ে চলছে অস্থিরতা। সরবরাহ কমের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল। দোকানে খোলা সয়াবিন মিললেও বোতলজাত তেল অনেকটাই উধাও। তেলের সঙ্কট আর দাম বৃদ্ধিতে প্রশাসনের নজরদারি রয়েছে সেই পুরোনো ছকেই।

জানা গেছে, পাইকারি বাজারে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ২১০-২১৫ টাকা কেজিতে। খুচরা ২১৬-২২০ টাকা। আর বোতলজাত সয়াবিন প্রতি লিটারে নেয়া হচ্ছে ২২৫ টাকা পর্যন্ত, তাও প্রায় মিলছে না বললেই চলে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, তেলের দাম বৃদ্ধিতে বেচাকেনা যেমন কমেছে, তেমনি কমেছে লাভের পরিমাণ। তেলের দাম বৃদ্ধি আর সঙ্কটে ব্যবসায়ীদের পাশাপাশি বিপাকে নিম্ন আয়ের মানুষ।

এদিকে, বাজার মনিটরিং কর্মকর্তারা বলছেন, নতুন দামের তেল বাজারে আসলে সঙ্কট কিছুটা কমবে। জয়পুরহাটের জেলা মার্কেটিং কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন বলেন, আগে বলতো যে তেল নাই। নতুন রেট দেয়ার পরে বলতেছে যে তেল আছে। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার অধিদফতর ও আমরা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছি।

/এসএইচ

Exit mobile version