Site icon Jamuna Television

যৌথ সভা ডেকেছে বিএনপি, আসতে পারে নতুন কর্মসূচি

দলের সম্পাদকমণ্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা ডেকেছে বিএনপি। দলটির একাধিক শীর্ষ নেতার সূত্রে জানা গেছে, নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।

মঙ্গলবার (১০ মে) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দিতে পারেন।

গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া ও ধরন ঠিক করতেই সম্পাদকমণ্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে সভা ডাকা হয়েছে।

/এমএন

Exit mobile version