Site icon Jamuna Television

জমি নিয়ে বিরোধের জেরে খুন বিএনপি নেতা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৯ মে) রাত ১২টার দিকে উপজেলার জেহালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন গ্রামের মৃত জাহান আলি মাস্টারের ছেলে। তিনি ঠিকাদারির কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, কামাল হোসেনের মামা মোতালেব হোসেনের জামাতা স্বাধীন আলীর সাথে দীর্ঘদিন ধরে তার শরিকানা জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সকালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন কামাল হোসেনকে খুন করার হুমকি দেয় স্বাধীন। রাতে একা পেয়ে কামালকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় স্বাধীন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার বলছে, মৃত্যুর আগে কামাল হোসেন তার পরিবারের কাছে জানিয়েছিল, স্বাধীন তাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে আহত করেছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানালেন এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ

Exit mobile version