Site icon Jamuna Television

আজও বজ্রপাতে সারাদেশে ৭ জনের মৃত্যু

বজ্রপাতে চার জেলায় আজও সাত জনের মৃত্যু হয়েছে।

সকালে রাজশাহীর তানোরে ধান কাটার সময় বজ্রাঘাতে নিহত হন কৃষক আনসার আলী। আহত হয় আরও দুইজন। প্রায় একই সময়ে উপজেলার ডুবইল মাঠে বাজপরে মৃত্যু হয় সোহাগ নামের অপর এক কৃষকের।

এদিকে নীলফামারীর কাঠালি ইউনিয়নে বজ্রপাতে মারা গেছেন দুই কৃষক। মাঠে ধান কাটার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে তাদের মৃত্যু হয়। নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সুনামগঞ্জে বজ্রপাতে নিহতরা হলেন সাল্লা উপজেলায় কৃষক আলমগীর ও ধর্মপাশার মোহাম্মাদ জুয়েল। মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধার ফুলছড়িতে সকালে ধান কাটার সময় বজ্রপাতে নিহত হয়েছে মহর আলী নামের এক দিনমজুর।

Exit mobile version