Site icon Jamuna Television

নরসিংদীতে স্কুল শিক্ষককে গালিগালাজ, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও ক্লাস বর্জন

স্টাফ করেসপন্ডেন্ট, নরসিংদী:

নরসিংদীর বেলাবোতে স্থানীয় এক স্কুল শিক্ষককে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সামনে লাঞ্ছিত করার বিচার চেয়ে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ মে) দুপুরে স্কুল প্রাঙ্গনে এ মানববন্ধন করে তারা।

স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ৭ম শ্রেণির শ্রেণিকক্ষে নির্দিষ্ট হাজিরা খাতা ছাড়া সাদা কাগজে উপস্থিতির তালিকা নিচ্ছিলেন স্কুল শিক্ষক ওমর ফারুক। এ সময় মকবুল হোসেন নামে স্কুলটির এক সাবেক অভিবাবক প্রতিনিধি শ্রেণিকক্ষে ঢুকে সাদা কাগজে কেন হাজিরা নিচ্ছে এই অভিযোগে শিক্ষকের সাথে তর্কে লিপ্ত হয়। এরপর তিনি শিক্ষক ওমর ফারুককে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বেধে মারধর করার হুমকি দেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, ৭ম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা চলায় কিছুদিন আগে ওই শ্রেণির হাজিরা খাতাটি কোর্টে জমা দেয়া হয়েছে। যার ফলে সঙ্গত কারণেই শ্রেণি শিক্ষক সাদা পাতায় হাজিরা নিচ্ছিলেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন স্কুলটির প্রধান শিক্ষক।

এটিএম/

Exit mobile version