Site icon Jamuna Television

খুলনায় চাচাতো ভাইকে কোচের আঘাতে খুন, আশুলিয়া থেকে গ্রেফতার আসামি

খুলনার তেরখাদা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাবুল শেখ হত্যার মামলায় প্রধান আসামি মুকুল শেখকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

মঙ্গলবার (১০ মে) দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সিআইডিকে জানিয়েছে, ভিকটিম বাবুল শেখের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাদের। সেই বিরোধের জেরে গত ৪ মে সকাল ১১ টার দিকে দুই চাচাতো ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুকুল মাছ ধরার কোচ দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মুকুল পালিয়ে যান।

/এডব্লিউ

Exit mobile version