Site icon Jamuna Television

কুমিল্লায় দু’জন গুলিবিদ্ধ: এলডিপি মহাসচিবের জামিন না মঞ্জুর

ড. রেদোয়ান আহম্মেদ।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশে গুলিবিদ্ধের ঘটনার মামলায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল এ মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১০ মে) দুপুরে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদের জামিন না মঞ্জুর করেছেন কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চান্দিনা কোর্ট) আবু বকর সিদ্দিক। ড. রেদোয়ান আহমদসহ চার আসামির পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

গতকাল রোববার দুপুরে চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশে সংঘর্ষের সময় ড. রেদোয়ান আহমদের পিস্তল থেকে ছুড়া গুলিতে মাহমুদুল হাসান জনি ও নাজমুল হোসেন নাঈম নামের দু’জন গুলিবিদ্ধ হন। পরে ড. রেদোয়ান আহমদ দ্রুত গাড়ি নিয়ে চান্দিনা থানায় গেলে পুলিশের পক্ষ থেকে বিকালে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে রেদোয়ান আহমদের আইনজীবী জানান, তারা পরবর্তীতে উচ্চ আদালতে জামিন চাইবেন।

ইউএইচ/

Exit mobile version