Site icon Jamuna Television

১২টি স্বর্ণের বার রেখে পালালো চোরাকারবারী

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের খলসি এলাকা থেকে ১২টি স্বর্নের বার (এক কেজি ৪শ‘ গ্রাম) উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, গোপন সুত্রে জানা যায় একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্তের খলসি ইটভাটা এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে ব্যাগ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

Exit mobile version