Site icon Jamuna Television

লস অ্যাঞ্জেলসে ৩ সন্তানকে হত্যার দায়ে গ্রেফতার মা

রোমহর্ষক হত্যাকাণ্ডের সাক্ষী হলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। ৩ সন্তানকে হত্যার দায়ে সোমবার (১০ মে) গ্রেফতার হলেন মা। লস অ্যাঞ্জেলস টাইমসের খবরে জানানো হয়েছে এমন তথ্য।

রাজ্যের সান ফার্নান্দো এলাকার একটি বাড়িতে হামলার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে নিঃসাড় অবস্থায় ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ৩৮ বছর বয়সী মা অ্যাঞ্জেলা ফ্লোরেসকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় এখনও তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ হয়নি। আদালতে তোলার কথা থাকলেও জানানো হয়নি নির্দিষ্ট তারিখ। হত্যাকাণ্ডে ইন্ধন দেয়ার অভিযোগে আটক হয়েছে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরও। তদন্তের স্বার্থেই তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version