Site icon Jamuna Television

ইউক্রেনে গুঁড়িয়ে দেয়ার দুই মাস পর ভবন থেকে উদ্ধার ৪৪ মরদেহ

ইউক্রেনের খারকিভ প্রদেশের বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো ৪৪ বেসামরিকের মরদেহ। মঙ্গলবার (১০ মে) প্রাদেশিক কর্তৃপক্ষ নিশ্চিত করে এ তথ্য। ভবনটি প্রায় দুই মাস আগে ধ্বংস করা হলেও এতদিন উদ্ধার করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানায়, তুমুল গোলাবর্ষণ এবং মিসাইল হামলায় গুঁড়িয়ে যায় ইজিয়ুম শহরের পাঁচতলা একটি ভবন। মার্চ মাসের শুরুর দিকে সেখানে হামলা চালিয়েছিলো রুশ সেনাবাহিনী।

এতদিন আগ্রাসনের কারণে চালানো যায়নি উদ্ধার তৎপরতা। প্রায় দুই মাস পর অভিযান চালিয়ে বের করে আনা হলো মরদেহগুলো। একে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

/এডব্লিউ

Exit mobile version