Site icon Jamuna Television

বাতিল হওয়া ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনা-ব্রাজিলকে, গুনতে হবে জরিমানা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনার বাতিল হওয়া ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আপিল কমিটি সোমবার (৯ মে) পর্যালোচনা করে এই সিদ্ধান্তের কথা জানায়। আরও জানানো হয়, দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকেই জরিমানা গুনতে হবে।

আর্জেন্টিনার চার ফুটবলারের বিরুদ্ধে করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ এনে খেলায় বাধা দেয় ব্রাজিলের আইনশৃঙ্খলা বাহিনী। অনাকাঙ্খিত এই ঘটনায় বাতিল হয়ে যায় ম্যাচটি। এরই মধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করায় কোনো দেশই এই খেলা নিয়ে আগ্রহ দেখাচ্ছে না। এপ্রিলে প্রথমবারের মতো ফিফার থেকে নির্দেশনা আসার পর সংস্থাটির বিরুদ্ধে ক্রীড়া আদালতে অভিযোগের হুঁশিয়ারি দেয় আর্জেন্টিনা।

ছবি: সংগৃহীত

ফিফার আপিল কমিটি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে যথাক্রমে ২ লাখ ও ৫ লাখ সুইস ফ্রাংক জরিমানার পরিমাণ কমিয়ে আনা হতে পারে। নিরাপত্তা বিধানে ব্যর্থ হওয়ায় ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনকে ২ লাখ ৫০ হাজার এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ১ লাখ সুইস ফ্রাংক জরিমানা করা হতে পারে।

আরও পড়ুন: ম্যান সিটিতেই যাচ্ছেন হ্যালান্ড

/এম ই

Exit mobile version