Site icon Jamuna Television

আবারও বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম

ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণায় আবারও বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

বুধবার আড়াই শতাংশ মূল্যবৃদ্ধির ফলে চার বছরে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে সর্বোচ্চ ৭৬ দশমিক সাত-পাঁচ ডলারে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেলে এক দশমিক পাঁচ-পাঁচ ডলার বেড়ে, এ দাম ঠেকেছে ৭০ দশমিক ছয়-এক ডলারে। যা ২০১৪ সালের পর সর্বোচ্চ।

পুঁজিবাজার বিশেষজ্ঞদের অভিমত, ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় দেশটির ২০ থেকে ৩০ হাজার ব্যারেল জ্বালানি রফতানির ওপর আসতে পারে অবরোধ। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাবে। যার প্রভাব পড়বে ইউরোপের বাজারগুলোতেও।

Exit mobile version