Site icon Jamuna Television

ন্যাটোতে যোগ দিতে চায় রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ডের পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটি

ছবি: সংগৃহীত

আগামী কয়েকদিনের মধ্যেই রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে কি না সেই বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। তবে তার আগেই ফিনিশ পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটি বলেছে, দেশটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ন্যাটোতে যোগদানই হবে সবচেয়ে ভালো বিকল্প।

মঙ্গলবার (১০ মে) আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে জানানো হয় এমন তথ্য। প্রতিরক্ষা কমিটির বৈঠকটি এই উপসংহারে পৌঁছেছে যে, ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে রুশ আগ্রাসনের উল্লেখযোগ্য প্রতিরোধ করতে পারবে দেশটি।

ফিনল্যান্ডের সাথে রাশিয়ার ১৩০০ কিলোমিটার মা ৮১০ মাইলের বিশাল সীমান্ত রয়েছে। এতদিন পূর্বদিকের প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ন্যাটোতে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্তে থাকলেও এখন দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্বিবেচনা করছে দেশটি।

আরও পড়ুন: হঠাৎ রক্তবর্ণ ধারণ করলো চীনের আকাশ, অশুভ কোনো ইঙ্গিত! (ভিডিও)

আগামী বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাষ্ট্রপতি সাউলি নিনিস্তো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানের বিষয়ে তার অবস্থান ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে নর্ডিক দেশটির নিরাপত্তা নীতিতে এটি একটি বড় পরিবর্তন।

জেডআই/

Exit mobile version