Site icon Jamuna Television

মস্কোতে ‘দূতাবাস’ খুলবে দোনেৎস্কর বিচ্ছিন্নতাবাদীরা

ছবি: সংগৃহীত

পূর্ব ইউক্রেনের স্ব-ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)-এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন, বিচ্ছিন্ন অঞ্চলটি আগামী মাসে মস্কোতে একটি দূতাবাস খুলবে। মঙ্গলবার (১০ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

রাশিয়ায় ডিপিআরের রাষ্ট্রদূত ওলগা মাকেভা ডোনেৎস্ক নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কোর একটি আরামদায়ক জেলায় এই দূতাবাসের অবস্থান নির্ধারণ করা হয়েছে। যদিও তিনি দূতাবাস খোলার সঠিক তারিখ জানানি। তবে বলেছেন, এর ভবিষ্যত কর্মীদের রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মানবাধিকার কাউন্সিলে বহিষ্কৃত রাশিয়ার স্থান নিল চেক প্রজাতন্ত্র

দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও পূর্ব ইউক্রেনের আরেকটি বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক পিপলস রিপাবলিক-কে ইউক্রেনে রাশিয়ার অভিযানের দিন তিনেক আগে অর্থাৎ ২১ ফেব্রুয়ারি স্বাধীন ঘোষণা করে মস্কো। অঞ্চলগুলো তারও ৮ বছর আগে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছিল।

জেডআই/

Exit mobile version