Site icon Jamuna Television

কারফিউ বাড়লো শ্রীলঙ্কায়

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে চলমান আন্দোলন ও সহিংসতার জেরে দেশজুড়ে জারি করা কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এনডিটিভির।

মঙ্গলবার (১০ মে) দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রেসিডেন্ট চলমান কারফিউ বুধবার (১১ মে) ভোর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একটি ডিক্রির বরাত দিয়ে তিনি বুধবার (১১ মে) ভোর ৭টা পর্যন্ত কোনো রাস্তা, রেলপথ, পার্ক, বিনোদন এলাকা বা সমুদ্র উপকূল ব্যবহার না করার নির্দেশ দেন। গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ তীব্র হওয়ার ফলে সংঘর্ষের ঘটনা বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করার ক্ষমতা দিলো লঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়

এটিএম/

Exit mobile version