Site icon Jamuna Television

সেল্টা ভিগোকে হারিয়ে স্প্যানিশ লিগে আরও একধাপ এগিয়েছে বার্সেলোনা

সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগায় আরো একধাপ এগিয়ে গেছে বার্সেলোনা।

ক্যাম্প ন্যু’তে সেল্টার বিপক্ষে গোল পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৩০ মিনিট পর্যন্ত। ওসমানে দেম্বেলের দারুণ এসিস্টে গোল করেন মেম্পিস ডিপেই। ৪১ মিনিটে লিড দ্বিগুন করেন পিয়ের আবামেয়াং। দ্বিতীয়ার্ধে ফিরে আবারও সেল্টার জালে বল জড়ান আবামেয়াং। এবারও এসিস্ট করেন দেম্বেলে। ৫০ মিনিটে বার্সার রক্ষণভাগের ভুলে গোল করে সেল্টা ভিগোর ব্যবধান কমায় লোগো আসপাস। ৫৮ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় সেল্টা। আহত হয়ে হাসপাতলে যেতে হয় বার্সার আরাহোকে।

লা লিগায় ৩৬ ম্যাচ খেয়ে বার্সেলোনার পয়েন্ট ৭২। পয়েন্ট তালিকায় আছে দুই নম্বরে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ শীর্ষে রয়েছে। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮১।


/এমএন

Exit mobile version