Site icon Jamuna Television

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪; এখনও নিখোঁজ শতাধিক

ইকুয়েডরে কারাবন্দিদের দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনও নিখোঁজ শতাধিক কয়েদি। খবর গ্লোবাল টাইমসের।

গত সোমবার (৯ মে) কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে বাঁধে সংঘাত। লস লোবোস এবং আর-সেভেন নামের দুইটি গ্যাংয়ের মধ্যে হয় দাঙ্গা। সংঘর্ষ থামাতে টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে নিরাপত্তা বাহিনী। এ সময় প্রায় দুই শতাধিক বন্দি পালিয়ে যায়। এদের মধ্যে ১১২ জনকে পুনরায় আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাঙ্গায় আহত অর্ধ-শতাধিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে, ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ইকুয়েডরে কারাগারের দাঙ্গায় প্রাণ হারিয়েছেন ৩১৬ বন্দি।

/এমএন

Exit mobile version