Site icon Jamuna Television

ছেলের জন্মদিনে ফেনসিডিল কিনে গ্রেফতার বাবা

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটে ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নিজের বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন বাবা জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান।

মঙ্গলবার (১০ মে) দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের পুত্র জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামানকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। জন্মদিনের অনুষ্ঠানে জিতু তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। জন্মদিনের কেকের সঙ্গে বন্ধুদের ফেনসিডিল খাওয়াতে চান তিনি। সেই উদ্দেশ্যেই ফেনসিডিল কিনে বাড়িতে নিয়ে আসেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউএইচ/

Exit mobile version