Site icon Jamuna Television

আম পাড়তে গিয়ে ঢাবি ছাত্রের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শেখ ওমর তৌফিক নামে এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উর্দু বিভাগের চেয়ারম্যান ড. রশিদ আহমদ।

ওমর তৌফিক বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কবি জসিম উদ্দীন হলে থাকতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় মসজিদের পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন তৌফিক। এ সময় পেছলে পড়ে তিনি গুরুতর আহত হন।

আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর দেখে ঢামেক হাসপাতাল থেকে তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠানো হয়।

কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আরিফ হোসেন বলেন, আমরা এখন হাসপাতালে আছি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

Exit mobile version