
মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর টুইটারের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। মঙ্গলবার (১০ মে) ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে বক্তৃতা দেয়ার সময় তিনি এ ঘোষণা দেন। খবর এনডিটিভির।
এ সময় ইলন মাস্ক বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রতি টুইটারের দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তটি মানুষের রাজনৈতিক ও মতামত প্রকাশের অধিকারকে প্রসারিত করবে। এছাড়া তিনি এই নিষেধাজ্ঞাকে নৈতিকভাবে ভুল এবং সম্পূর্ণ বোকামি বলেও অভিহিত করেছেন।
এর আগে ট্রাম্প ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইলন মাস্ক যদি টুইটার প্ল্যাটফর্ম কিনে তার অ্যাকাউন্ট পুনঃস্থাপন করেন তবুও তিনি টুইটারে ফিরে আসবেন না। তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ ট্রুথ সোশ্যাল ব্যবহার করবেন।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply