Site icon Jamuna Television

নরসিংদীতে মধ্যরাতে পুড়লো মাছের আড়তসহ ৮টি দোকান

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় রাতের আঁধারে আগুনে পুড়েছে মাছের আড়ত ও চালের গুদামসহ অন্তত আটটি ঘর। মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত দুইটার দিকে পৌর শহরের হাসিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত দুইটার দিকে রায়পুরা পৌর শহরের হাসিমপুর এলাকার মোলাভীবাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে বাজারের মাইক দিয়ে আগুনের খবর ঘোষণা করা হলে স্থানীয়রা জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চাউলের গুদাম, মুদি দোকান ও মাছের আড়তসহ ৮টি দোকান পুড়ে যায়।

বাজারের ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ইউএইচ/

Exit mobile version