Site icon Jamuna Television

১০০০ টাকার লাল নোট বাতিল হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

ছবি: সংগৃহীত

১০০০ টাকার লাল নোট বাতিল করার খবরটি ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া একটি নোটিশকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা, সমালোচনা। তবে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানিয়েছেন, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি।

বুধবার (১১ মে) সকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় ১০০০ টাকার লাল নোট বাতিলের খবর। জামালপুর কৃষি ব্যাংকের একটি নোটিশ ছড়িয়ে যায় সবখানে। সেখানে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত। বলা হয়, এরপর কোনো ১০০০ টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমা নেয়া হবে না। সুতরাং, ওই দিন দুপুর ১২টার মধ্যে লাল নোট ব্যাংকে জমা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নোটিশে আরও বলা হয়, পরবর্তী দিন অর্থাৎ, ৩১ মে থেকে ১০০০ টাকার লাল নোট অচল বলে গণ্য হবে।

লাল নোট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এমন কোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশ ব্যাংক তা জনসম্মুখে প্রচার করবে। এ বিষয়ে বিভ্রান্ত হবার সুযোগ নেই।

/এম ই

Exit mobile version