Site icon Jamuna Television

টিআইবি পক্ষপাতদুষ্ট ও স্বচ্ছতাহীন একটি সংগঠন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) পক্ষপাতদুষ্ট ও স্বচ্ছতাহীন একটি সংগঠন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, টিআইবি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

বুধবার (১১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওকাব’এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেন, স্বাস্থ্যখাতে টিকার অর্থ ব্যয়ের হিসাব নিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন রিপোর্ট দিয়েছে টিআইবি। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, টিআই’র মতো প্রতিষ্ঠান বৈশ্বিক দুর্নীতি নিয়ে কাজ করছে; তাদের প্রয়োজন আছে। তবে টিআইবি, টিআই’র মতো স্বচ্ছতা মেনে কাজ করছে না; যা উদ্দেশ্যমূলক।

তথ্যমন্ত্রী বলেন, কোথায় কোন টিটিই বরখাস্ত হলো আর টিআইবি সেই সকালেই বিবৃতি দিয়ে দিলো। টিআইবির বিবৃতি ও রাজনৈতিক দলের বিবৃতির মধ্যে তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। বৈশ্বিক ক্ষেত্রে টিআই তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তা আমি বলবো না। তবে টিআই’র বাংলাদেশ শাখা তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

আরও পড়ুন: দেশে ৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি হয়েছে ৩৯০ কোটি টাকা: টিআইবি

/এম ই

Exit mobile version