Site icon Jamuna Television

বাংলাদেশ হিসাবনিকাশ করেই আর্থিক ঋণ নেয়, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

বাংলাদেশ হিসাবনিকাশ করেই আর্থিক ঋণ নেয়। সুতরাং, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় ঋণ আসে জাপান থেকে। আর চীন থেকে নেয়া হয় মোট অংকের ৫ শতাংশের মতো।

এ সময় চীনের রাষ্ট্রদূত লি জি মিং বলেন, বাংলাদেশে চীনের কোনো ডেবট ট্র্যাপ বা ঋণের ফাঁদ নেই। ফলে চীনকে নিয়ে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কার অবস্থা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। চাহিদা মোতাবেক ওষুধ পাঠানো হয়েছে দেশটিতে, পরর্বতীতে খাবার পাঠানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা খুবই দূরদর্শীতার সাথে কাজ করি। আমরা খুব একটা ঋণ নিই না। যেখান থেকেই নিই, সেটাও খুব হিসাবনিকাশ করে। আমাদের তেমন কোনো দেনা নেই। আমাদের সর্বমোট ঋণের পরিমাণ হয়তো জিডিপির ১৬-১৭ শতাংশ। আর আমরা আন্তর্জাতিক এজেন্সি যেমন, বিশ্বব্যাংক, আইএমএফ থেকে নিয়েছি।

আরও পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি কখনওই শ্রীলঙ্কার মতো হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

/এম ই

Exit mobile version