Site icon Jamuna Television

কিউবার পাঁচ তারকা হোটেলের ধ্বংসস্তুপ থেকে আরও মরদেহ উদ্ধার, প্রাণহানি বেড়ে ৪৩

ছবি: সংগৃহীত

কিউবার বিধ্বস্ত পাঁচ তারকা হোটেলের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হলো আরও মরদেহ। প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৩ জনে। এবিএস সিবিএন নিউজে প্রচারিত হয়েছে এই খবর।

কিউবার রাজধানী হাভানা শহরের পুরনো প্রান্তে অবস্থিত বিলাসবহুল সারাতোগা হোটেলটির দায়িত্বে আছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত পর্যটন কোম্পানি গ্যাভিওতা। এই কোম্পানির মুখপাত্র রবের্তো এনরিকেজ জানিয়েছে, এখনো নিখোঁজ আরও তিনজন। আহত ২০ জন স্থানীয় হাসপাতালগুলোয় চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। হোটেল কর্তৃপক্ষ দাবি করেছে, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন অর্ধ-শতাধিক মানুষ।

ছবি: সংগৃহীত

শুক্রবার (৬ মে) গ্যাস লিকেজ থেকে হোটেল সারাতোগায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তাতে, সারাতোগা হোটেলটির ৮০ ভাগই বিধ্বস্ত হয়। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি স্থাপনা। এ ঘটনার পরপরই নিরাপদ স্থানে সরানো হয়েছে শতাধিক বাসিন্দাকে।

করোনা মহামারির কারণে টানা দু’বছর বন্ধ ছিল হোটেলটি। এরপর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হবার পর গত ১০ তারিখে হোটেলটি পুনরায় খোলার কথা ছিল। এর আগেই, ভয়াবহ দুর্ঘটনায় পড়লো ১৯ শতকের হোটেলটি।

আরও পড়ুন: টয়লেট থেকে পার্লামেন্টের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে সমালোচিত কানাডার আইনপ্রণেতা

/এম ই

Exit mobile version