Site icon Jamuna Television

১৬ মে থেকে টিসিবির ট্রাকে লিটার প্রতি সয়াবিন তেল ১১০ টাকা

ছবি: সংগৃহীত

সোমবার (১৬ মে) থেকে সারা দেশে ট্রাকে করে ভর্তুকি দামে পণ্য বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেখানে ১১০ টাকায় সয়াবিন তেল কেনা যাবে।

বুধবার (১১ মে) টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিসিবির ট্রাক থেকে সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায়, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকায় ও গত মাসের অবশিষ্ট ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও চাহিদা অনুসারে ছোলা কিনতে পারবেন।

আরও পড়ুন: শাহজালালের হ্যাঙ্গারে দুই উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা বরখাস্ত

/এম ই

Exit mobile version