Site icon Jamuna Television

দুর্বল হয়ে অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে আসানি, পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় মাঝরাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আসানি। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। আসানির প্রভাবে বৃহস্পতিবার (১২ মে) ওড়িষা ও পশ্চিমবঙ্গে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এলাকাগুলোতে আগামী কয়েকদিন ধরে বৃষ্টিপাত হতে পারে।

হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চল মাছিলিপটনম ও নার্সাপুরাম এলাকায় মাঝরাতে দুর্বল হয়ে আঘাত হানে আসানি। ঝড়টি গভীর নিম্নচাপে রূপ নেওয়ায় আক্রান্ত এলাকায় খুব একটা ক্ষতি হয়নি। তবে উপকূলীয় এলাকাগুলোতে বৃহস্পতিবারও মানুষজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে জেলেদের সাগরে যাওয়ার ওপরও। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল হয়েছে অন্ধ্রপ্রদেশের সাথে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ফ্লাইট। এছাড়া দিল্লি থেকে বেঙ্গালুরুর ফ্লাইটেও দেখা দেয় বিপর্যয়।

/এডব্লিউ

Exit mobile version