Site icon Jamuna Television

আইএসের পক্ষে প্রচারণা: আসামে ৬ বিজেপি নেতাকর্মী আটক

এলাকায় জঙ্গি সংগঠন আইএসের পতাকা লাগিয়ে প্রচারণার দায়ে আসামের নলবাড়ি জেলা থেকে ৬ বিজেপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আসামের স্থানীয় সংবাদমাধ্যম নর্থইস্টটুডে এবং ভারতের দ্য ওয়্যার এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে তপন বর্মন, পুলক বর্মন, স্বরোজ্যোতি বৈশ্য, দিপজয়তি ঠাকুরিয়া, মোজামিল আলী এবং মুন আলীকে আটক করে পুলিশ।

তারা নিজেদের এলাকায় গাছে গাছে ‘আইএসে যোগ দিন’ লেখা কালো পতাকা সাটিয়েছে বলে অভিযোগ। এদের মধ্যে একজন বিজেপির জেলা কমিটির সদস্য।

গত ৩ মে স্থানীয়রা আটককৃতদের কর্মকাণ্ড দেখে পুলিশে খবর দেন। এরপর অভিযান চালিয়ে নিজেদের বাড়ি থেকে তাদেরকে আটক করে আসাম পুলিশ।

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যটিতে নাগরিকত্ব আইন নিয়ে অস্থিরতা চলছে। স্থানীয় মুসলমানদেরকে ‘বাংলাদেশি’ এবং ‘জঙ্গি’ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছে বিজেপি, শিবসেনাসহ উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠিগুলো।

Exit mobile version