Site icon Jamuna Television

ইসরায়েলি পুলিশের গুলিতে গুরুতর আহত এক ফিলিস্তিনি

ইসরায়েলি পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক ফিলিস্তিনি যুবক। বুধবার (১১ মে) সাংবাদিক হত্যার উত্তেজনার মধ্যেই চালানো হয় এ হামলা। খবর আলজাজিরার।

ইসরায়েলি পুলিশের দাবি, জেরুজালেমের কটন মার্চেন্ট গেটের কাছেই নিরাপত্তা বহরকে লক্ষ্য করে আক্রমণ করে এক ফিলিস্তিনি। একইসাথে জানায়, তার হাতে ছিল ধারালো অস্ত্র। ২৪ বছরের ঐ যুবক পশ্চিম তীরের বাসিন্দা। ইহুদি পুলিশের সাফাই, তারা আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু তার শারীকিক অবস্থা সংকটাপন্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিনি যুবকের হাতে কোনো ছুরি বা ধারালো অস্ত্র ছিল না। কেবল সন্দেহের কারণে তার দিকে ছয় দফা গুলি চালানো হয়।

/এডব্লিউ

Exit mobile version